সাংবাদিক সোহেলের বিরুদ্ধে অপপ্রচারে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ

- আপডেট সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দোয়ারাবাজার উপজেলা সংবাদদাতা মো: সোহেল মিয়া’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত অপপ্রচার ও হুমকি প্রদর্শনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব’র সাংবাদিক নেতৃবৃন্দ।
শনিবার (৮ মার্চ) দুপুরে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব’র সাংবাদিক নেতৃবৃন্দ।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া দীর্ঘদিন যাবত বেশ সুনামের সাথে সংবাদমাধ্যমে কাজ করে আসছে।
এতে সোমবার (৩ মার্চ) বিকালে
উপজেলার নরসিংপুর ইউনিয়নের তছিমের ডালা ব্রিজ হতে নরসিংপুর বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার সংস্কার কাজের তথ্য সংগ্রহ করতে গিয়ে একটি মহল দ্বারা সাংবাদিক সোহেল মিয়া’র মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে এবং পরবর্তীতে উদ্দেশ্য প্রনোদীত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অপপ্রচার চালানো হচ্ছে,সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে। সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো,হুমকি প্রদর্শন যা মোটেও কাম্য নয়। এসব অপপ্রচার মিথ্যা ও বানোয়াট। এভাবে একজন নাগরিকের মতপ্রকাশে হস্তক্ষেপ করা হচ্ছে।
একজন কলম সৈনিকের বিরুদ্ধে এমন অপপ্রচারের বিরুদ্ধে
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মো: কামাল উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য এম এ
মোতালিব ভূইয়া, মো: আলাউদ্দিন, হারুন অর রশীদ, মামুন মুন্সি, সাগর চৌধুরী,
সুমন আহমদ,আবু বক্কর, মাসুদ রানা সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।