ঝিনাইদহে জামায়াতের নারী নেত্রীদের ওপর ‘বিএনপির হামলায়’ নিন্দা

- আপডেট সময় : ০৪:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১০ মার্চ) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার ন্যক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের এ ন্যক্কারজনক হামলার ঘটনা গত বছরের ৫ আগস্টের পূর্বের আওয়ামী ফ্যাসিবাদীদের সন্ত্রাসী তাণ্ডবকেও হার মানিয়েছে।
দেশবাসীর সদয় অবগতির জন্য আমি উল্লেখ করছি যে, গতকাল রোববার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছিল।
এসময় ওই এলাকার বিএনপির সন্ত্রাসী আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুল হাতুড়ি, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে জামায়াতের মহিলা নেত্রী হাসিনা খাতুনসহ মহিলাদের ওপর হামলা করে এবং খারাপ ভাষায় তাদের গালিগালাজ করতে থাকে। তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা সালেহা বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে।
এছাড়া আসামীরা হাসিনা খাতুনকে খাইরুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার ওপর এনে বাম কানে দুটি চড় মারে। এছাড়া আল আমিন, সাহেব ও সোহেল হাসিনা খাতুনের শরীরের থাকা ওড়না টান দিয়ে শ্লীলতাহানি ঘটায় এবং মাথা আলগা করে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখে। এর কিছুক্ষণ পর তারা হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
আমি ঝিনাইদহে জামায়াতের নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলা ও নারীদের লাঞ্ছিত করার ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।