উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের আলোচনা ও ইফতার মাহফিল
সমৃদ্ধ দেশ গড়তে সৎ যোগ্য ও মুত্তাকী নেতৃত্ব প্রয়োজন- তোফায়েল আহমেদ খান

- আপডেট সময় : ০৫:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের উদ্দ্যোগে রামদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ১১) রমজান উত্তর বড়দল ইউনিয়নের পিসফুল মডেল মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও সুনামগঞ্জ ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পবিত্র রমজান মাস আত্মসংযমের মাস। রমজান মাস পরিশুদ্ধির মাস, নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে জীবনের সমস্ত গোনাহ মাফ করার মাস।
তিনি আরো বলেন, সমাজকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। নিজেকে পরিশুদ্ধির জন্য আল কুরআনকে ব্যাক্তি, সমাজ ও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই জাতি পাবে সৎ ও মুত্তাকী নেতৃত্ব।
সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজে শান্তি পাওয়া সম্ভব না। আদর্শ নেতৃত্বই সমাজের সকল অরাজকতা দুর করতে সক্ষম। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই সৎ মানুষ তৈরিতে কাজ করছে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ রুকন উদ্দিন, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির,মোঃ সেলিম হায়দার,সেক্রেটারী মোঃ আনোয়ার উদদীন, তৈয়ফুল ইসলাম হোসেন, ডাঃ মাছুম আহমদ প্রমুখ।