সুবিপ্রবি তে ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৮:২৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
দেশব্যাপী সংঘটিত ধর্ষণ, নারী নিপীড়নমূলক কর্মকাণ্ড ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এবং ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার(১১মার্চ)দুপুর ১২টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মূল ফটকের সামনে সুবিপ্রবি এর সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে”ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি সুবিপ্রবি ক্যাম্পাস থেকে শুরু হয়ে শান্তিগঞ্জ বাজারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে ধর্ষকদের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সুবিপ্রবি এর গণিত বিভাগের শিক্ষার্থী নিশাদ হোসেন,রসায়ন বিভাগের সুরভী,পদার্থ বিজ্ঞান বিভাগের লাবণ্য মন্ডল সহ ৫০-৬০ শিক্ষার্থী।