পৌর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

- আপডেট সময় : ০৫:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ পৌরসভা পরিচালিত পৌর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের ১০ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
গত ৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ১০ দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ হয়। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআর) সুনামগঞ্জের বাস্তবায়নে, সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিটিআই’র সুপারিনটেনডেন্ট দীপংকর মোহান্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিটিআই’র সহ: সুপারিনটেনডেন্ট চন্দন কুমার বনিক। সমাপনী অনুষ্ঠানে পৌর শিক্ষা ও আইসিটি কর্মকর্তা সন্তোষ কুমার দাস, পৌর প্রাথমিক বিদ্যালয়ের সহযোগি প্রতিষ্ঠান আরডিএসএ’র নিবার্হী পরিচালক মো. মিজানুল হক সরকার উপস্থিত ছিলেন।
পৌর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন হাজী আবিদ উল্লাহ পৌর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির হোসেন রিপন ও বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা সুলতানা। পরে অংশগ্রহণকারী ৩৩ জন পৌর শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।