জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা শুরু
- আপডেট সময় : ০৫:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / 146
বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জের উদ্যোগে হিফজুল কোরআন শিক্ষার্থীদের নিয়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানায় এই প্রতিযোগিতা হয়।
প্রতিযোগিতায় অর্ধশতাধিক হিফজুল কোরআন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিচারকের দায়িত্ব পালন করেন জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. নুর উদ্দিন, জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফিজ আব্দুর রহিম এবং বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল আহাদ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আবিদ হাসান, দ্বিতীয় আরিফুল হাসান এবং তৃতীয় জোবায়ের আহমদ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি ও দৈনিক ইত্তেফাক জামালগঞ্জ প্রতিনিধি মো. শাহীন আলম, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সহ—সভাপতি ও ফাল্গুনী টিভির জেলা প্রতিনিধি সাইফ উল্লাহ, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন, সহ সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ ও দপ্তর সম্পাদক এনামুল হক প্রমুখ।











