৭ দিনের মধ্যে আছিয়ার ধর্ষণ মামলার বিচার শুরু: আইন উপদেষ্টা

- আপডেট সময় : ১০:১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আছিয়া হত্যা মামলার বিচারকাজ সাত দিনের মধ্যে শুরু হবে। সন্ধ্যার মধ্যেই পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ডিএনএ রিপোর্টও এরই মধ্যে সংগ্রহ পাওয়া গেছে।
তিনি বলেন, ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ নজরুল।
তিনি বলেন, আছিয়ার ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্ব দিয়ে তদারকি করা হয়েছে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন। এ ঘটনায় কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনটি সংশোধন করে নতুন আইন করছি, সেটি আগামী রোববার নতুন আইন হবে। যদি দেরি হয় তাহলে সোমবার হবে।
তিনি বলেন, বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্ট-মর্টেমের রিপোর্ট পাওয়া যাবে। ডিএন এ রিপোর্ট ৫ দিন পর পাওয়া যাবে। ৭ দিনের মধ্যেই বিচার কাজ শুরু করা হবে, সকল সাক্ষী, পোস্ট-মর্টেমের রিপোর্টসহ সকল তথ্য নিয়ে খুব দ্রুত বিচার কাজ শেষ হবে।
কবে বিচার কাজ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, অতীতে নজির আছে ৭/৮ দিনে বিচার কাজ শেষ হওয়ার। তাই আমরাও আশা করছি বিচার কাজ দ্রুত শেষ হরে।
তিনি আরও জানান, শুধু মাত্র শিশু ধর্ষণ, বলাৎকার ঘটনায় স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হবে। সেখানে দ্রুত বিচার করা হবে। ট্রাইব্যুনালের রোববার গ্যাজেট প্রকাশ করা হবে।
আছিয়া কে আজকে হেলিকপ্টার বাড়ি নেয়া হবে। সাথে একজন উপদেষ্টা যাবে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সাথে যাবেন।
তথ্যসূত্র_দৈনিক আমার দেশ