কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে সিএনজি চালকসহ দুইজন গ্রেফতার

- আপডেট সময় : ০৬:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / 133
দিরাইয়ে চলন্ত সিএনজি থেকে লাফিয়ে আত্মরক্ষার চেষ্টা চালিয়ে আহত হয়েছেন এক কিশোরী (১৭)। সিএনজির চালকসহ দুইজন জন অজ্ঞাত যাত্রী তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ বিকেল ৩টার দিকে দিরাই বাজার থেকে কেনাকাটার পর বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজিতে ওঠেন ওই কিশোরী। নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও চালকসহ আরও দুইজন অজ্ঞাতনামা যাত্রী তাকে রফিনগরের দিকে না নিয়ে সুনামগঞ্জের দিকে নিয়ে যেতে থাকেন।
পরবর্তীতে শান্তিগঞ্জ থানাধীন গণিগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে যাত্রীরা ভিকটিমের শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ভিকটিম নিজেকে রক্ষার জন্য চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে আহত হন। পরে স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী তাকে উদ্ধার করে পরিবারের পরিবারের সাথে যোগাযোগ করেন। পরে পরিবারের সদস্যরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
দিরাই থানা পুলিশ উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় অনুসন্ধান পরিচালনা করে সিএনজি চালকসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান শুরু করে। অভিযানে শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় সিএনজি চালক মোহাম্মদ ইমন খান (২৩) ও অপর যাত্রী মোঃ মিঠু মিয়া (২৫)কে গ্রেফতার করা হয়।
উভয়ে দিরাই থানাধীন জকি নগর গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং অন্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ পুলিশ সদস্যরা হাসপাতালে ভর্তি ভিকটিমের খোঁজখবর নেন এবং ভিকটিমের সাথে কথা বলেন । ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করার মাধ্যমে অন্যান্য আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।