পাথারিয়া বাজারে রমজানের পবিত্রতা রক্ষায় মিছিল সমাবেশ

- আপডেট সময় : ০৩:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে অব্যাহত যানজট, সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা।
শুক্রবার (১৪ই মার্চ) জুম্মার নামাজের পর -পরই উপজেলার পাথারিয়া বাজারের জামে মসজিদ এর সামন থেকে মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক তিন বারের চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও ক্বারী মহিবুল হক এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তরা বলেন,পাথারিয়া বাজারে কিছু অসাধু ব্যবসায়ী রমজানে দিনের বেলা খাবার হোটেল খোলা রেখে ব্যবসা করছে তাদের সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আমরা তৌহিদী জনতা এক সাথে এর প্রতিরোধ করব।
সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা মকসুদ, মাওলানা আব্দুর রাখিব, মাওলানা আবু হুরায়রা, নুরুল হক, আমিনুল ইসলামসহ আরও অনেকে।