সংবাদ শিরোনাম ::
কুরআনের আলোকে জীবন গঠনই রমজানের প্রকৃত শিক্ষা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার অফিস সেক্রেটারি মোঃ নূরুল ইসলাম বলেছেন, আল্লাহ মাহে রমজানে পবিত্র কুরআন নাজিল করেছেন। যেন তারা তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া অর্জনের মাধ্যমে নিজের জীবন গঠনই হচ্ছে মাহে রমজানের প্রকৃত শিক্ষা।
তিনি শনিবার বিকালে সুনামগঞ্জ পৌর জামায়াতের ৪ নং ওয়ার্ডের মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড সভাপতি আব্দুত তাওয়াব মোঃ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. তছকির আহমদের পরিচালনায় কাজির পয়েন্টে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক, ১ নং ওয়ার্ড আমীর রুহুল আমীন।
উপস্থিত ছিলেন মিল্লাত হোসাইন উসামা, এখলাছুর রহমান প্রমুখ।