সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। সার্কিট হাউস মিলনায়তনে এই ইফতার মাহ্ফিল সম্পন্ন হয়।
ইফতার মাহ্ফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর পাল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহ্ জামাল, অতিরিক্ত জেলা প্রশাসক বিরোধা রানী রায় ও সুনজিত চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
ইফতারের আগে দেশ—জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন উপস্থিত সকলে।