বিশিষ্টজনদের সম্মানে সুনামগঞ্জ জেলা জামায়াতের ইফতার মাহফিল
ফ্যাসিবাদ, স্বৈরশাসন ফিরে আসার সকল পথ বন্ধ করতে হবে – এড. এহসানুল মাহবুব জুবায়ের

- আপডেট সময় : ০১:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মাহে রামাদান হচ্ছে কুরআন নাজিলের মাস, কুরআন বিজয়ের মাস। এই মাস হচ্ছে বদর দিবসের মাস এই মাস হচ্ছে মক্কা বিজয়ের মাস। আজ হচ্ছে সেই ঐতিহাসিক বদর দিবস। এই মাসে আল্লাহ কুরআন নাজিল করে আমাদের উপর মেহেরবানী করেছেন। এটা মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই কুরআন মাজিদ। এই কুরআন মানবজাতিকে সম্মানিত করেছে। এই মাসেরই একটি মহিমান্বত ক্বদরের রজনীতে কুরআন নাজিল হয়েছে। আল্লাহ আমাদেরকে কুরআন দিয়েছেন যেন আমরা তাক্বওয়ার গুণ অর্জন করতে পারি।
তিনি আজ মঙ্গলবার শহরের পুরাতন বাস স্টেশনে পানসি রেস্টুরেন্টে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, তাক্বওয়ার গুণ ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। একজন মানুষ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে পারে। তার প্যান্ট শার্ট, কোট, টাই, বিরাট বিরাট ডিগ্রি থাকতে পারে। কিন্তু এই মানুষ যদি নৈতিকতায় উজ্জীবিত না হয়। তার মধ্যে যদি আল্লাহর ভয়, আখেরাতের জবাবদীহিতা না থাকে তাহলে তাদের মধ্যে সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের রূপ দেখতে পাওয়াই স্বাভাবিক। তাদের মধ্যে উচ্চ শিক্ষিত, জ্ঞানী, বড় বড় ডিগ্রিধারী লোক ছিলেন। অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। কিন্তু মানবতা ও বাংলাদেশের ইতিহাসে তারা ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর সরকার। যাদের হাতে কয়েক হাজার লোক মারা গিয়েছেন। দেশের সম্পদ লুটপাট হয়েছে। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সুন্দর করে বলেছেন, ফিলিস্তিনের গাজাতে ইসলাঈলীরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, স্থাপনা ধ্বংস করেছে, মানবতা ভূলুন্ঠিত করেছে। বিগত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনার সরকার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। উলামায়ে কেরামকে শহীদ করেছে। হাজারো মানুষকে গুম, খুন, ক্রসফায়ার করেছে। লক্ষ কোটি টাকা দেশের বাহিরে নিয়ে গেছে। হাজার হাজার নিরপরাধ মানুষ দেশে ছেড়ে পালিয়ে গেছে। তারা দেশকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আল্লাহর ভয়হীন, আখেরাতের জবাবদিহীতাহীন কোনো ব্যক্তি, কোনো দল, প্রতিষ্ঠান মানবজাতির জন্য কতটুকু বেদনাদায়ক হতে পারে বিগত সরকার তার বাস্তব নমুনা।

তিনি বলেন. আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে দীর্ঘ একমাসের মহান সুযোগ দিয়েছেন। যেন আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর ভয়ে ভীত একটি অন্তর হিসেবে নিজেদেরকে গঠন করতে পারি। আমাদের যেন আখেরাতের জবাবদিহীতার অনুভূতি থাকে। আর এই সমস্ত ব্যবস্থাপনার সুযোগ আমাদেরকে কুরআনুল কারীম দিবে। কুরআনুল কারীমকে শুধু শুনা কিংবা তেলাওয়াত নয়। এর শিক্ষা যদি আমার জীবন ও সমাজে কার্যকর না থাকে তাহলে এই ধরণের ফ্যাসিবাদ, স্বৈরাচার বারবার ফিরে আসবে, লুটেরারা ফিরে আসবে। ওদেরও মুখে দাড়ি, মাথায় টুপি ছিল। মুখে সুন্দর সুন্দর কথা বললেও বাস্তবতা এদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, স্বৈরাচার সরকার জামায়াত, বিএনপি, ইসলামী দলগুলোকে কোনো ধরণের কর্মসূচী পালন করতে দেওয়া হয়নি। আমরা সরকার পরিবর্তনের চেষ্টা করেছি, আল্লাহ সফলতা দিয়েছেন। এখন সংস্কারের আলাচনা চলছে। জালিম, খুনি, গণহত্যাকারী সরকারের সকল সহযোগীর বিচার সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। সকল গুম, খুনের শিকার পরিবারগুলো বিচার পাবেন। আহত, পঙ্গুত্ববরণকারীদের চিকিৎসা ও পুনর্বাসনের চেষ্টা চলছে। সরকার গুরুত্বপূর্ণ কাজ করছে। বিশাল কাজ তাদের সামনে । সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া যা সম্ভব নয়। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো আমরা সরকারের সংস্কার প্রস্তাবে কাজ করছি। একটি সুন্দর দেশ, জাতি রাষ্ট্র বিনির্মাণে একটি ভালো ব্যবস্থাপনার প্রয়োজন। ফ্যাসিবাদ, স্বৈরশাসন শাসন ফিরে আসার সকল পথ বন্ধ করতে হবে। যা শুধুমাত্র কিছু সংস্কার, নীতি, আর পদ্ধতি দিয়ে সম্ভব নয়। বরং যে মানুষটি এর পেছনে কাজ করছে তার মাঝে যদি নৈতিকতা, জবাবদিহীতা, দেশপ্রেম, আল্লাহর ভয় না থাকে তাহলে কোনো পদ্ধতিই আমাদের কল্যাণ দিতে পারবে না।
জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নূরুল আলমের সঞ্চালনায় রাজনৈতিক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী, জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন, মোমতাজুল হাসান আবেদ।
এসময় উপস্থিত ছিলেন দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আলীনূর, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, জেলা রেডক্রিসেন্টের সেক্রেটারী এডভোকেট তৈয়বুর রহমান বাবুল, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফম খালিদ, আমার বাংলাদেশ পার্টির জেলা সভাপতি মোঃ জসিম উদ্দিন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, রিপোর্টাস ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এমদাদুর রহমান।