ধর্মপাশা জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৫:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 105
ধর্মপাশা উপজেলায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও
ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার আমীর উপধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার বায়তুলমাল সম্পাদক আবু রাফি।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মাও:বোরহান উদ্দিন ও সেক্রেটারী, মাও: মোখলেছুর রহমান সহ ওয়ার্ড ও ইউনিয়ন এর সকল নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমের কর্মীরা।
ধর্মপাশা উপজেলার সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে, ও মোখলেছুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন,
বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ফ্যাসিস্ট সরকারের সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিলো কিন্তু তারা পারেনি আর পারবেও না জানিয়েছেন তিনি। আবার যদি এমন কিছু করার চেষ্টা করে তাহলে তাদের পরিিণতি ভয়ানক হবে।
পরে দেশের কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।