শান্তিগঞ্জে খাস জমির মাটি বিক্রয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জে পাথারিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামে খাস জমির মাটি বিক্রয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী৷ বুধবার(১৯মার্চ) দুপুরে তেহকিয়া গ্রামে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুস সালাম, আতাউর রহমান, বাবুল মিয়া, হাফিজ তৈয়িদুল ইসলাম, আশরাফ আলী, রায়হান উদ্দিন প্রমুখ।
এসময় গোবিন্দপুর ও তেহকিয়া গ্রামের, রইছ উদ্দিন, নুরুজ্জামান,শফিক মিয়া,আরজু মিয়া,বোরহান উদ্দিন, বিলাল মিয়া,রফিক মিয়া,শাহ আলম,তকলুছ মিয়া,মকদ্দুছ মিয়া,নুর মিয়া,আবুল হুসেন,সাইদুর রহমান,তারেক,হুছন আহমদ, আবুল মিয়া সহ আরও অনেকই উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন গত দুদিন আগে একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাদের এলাকার আতাউর রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে৷ বাবুল মিয়া কে শোকজ করা হয়েছে। প্রকৃতপক্ষে তারা মাটি বিক্রির সাথে জড়িত নয়। হিংসার বশবতী হয়ে একটি গোষ্টি অভিযোগ দিয়ে এই ক্ষতির সম্মুখীন করেছে৷ যারা মাটি বিক্রি করেছে উপযুক্ত ব্যক্তিতে আইনের আওতায় আনা হোক। আমাদের দাবী যারা প্রকৃতপক্ষে মাটি বিক্রি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
এলাকাবাসী জানান,আমাদের দু,গ্রামের চলাচলের রাস্তার মাটি কেটে চলাচলের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে যারা তাদের কে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হক। আমাদের দাবি দু,গ্রামের মানুষ চলাচলের রাস্তার মাটি ভরাট করে লোজন চলার সুযোগ করে দেওয়া হক। মাটি বিক্রি করেছে যারা তারা হল শামীম ,জয়নাল, রিপন মিয়া, হৃদয়, রেজাউল করিম, মহর উদ্দিন, রশম, জাহির উদ্দিন, কাশেম, আমীর আলী,ফখরুল ইসলাম, মহিবুর বেকু গাড়ীর মালিক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক৷ এসময় তারা মিথ্যা অভিযোগ দিয়ে একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।