ছাতকে খেলাফত মজলিস দোয়া ও ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৪:২৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক ও উলামায়ে কেরামের সম্মানে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাও. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. আলমাছ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও. আব্দুল আজিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাও.ইমরান আলম, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাও. ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাও.রমিজ উদ্দিন, ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি মাও.আবুল কালাম,মজলিস নেতা মাও.নূরুল হক, পৌর সহ-সভাপতি মাও. মুহিবুর রহমান উসমান, দোয়ারাবাজার উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাও. আব্দুল খালিক মানিক, ইসলামী আন্দোলন ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. মামুন আহমদ, জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য মাও. নূরুল আমিন, খেলাফত মজলিস নেতা মাও. আমজাদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী এখলাছ খান, মিফতাহ আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাজিদুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের হোসেন, উপদেষ্টা মাও.নূর উদ্দিন, জাউয়াবাজার ইউপি শাখার সভাপতি মাসুক আহমদ প্রমুখ।