৮৭ কোটি টাকার কাজ দখলের চেষ্টা, আ.লীগ নেতাকে পালাতে সহায়তা বিএনপি নেতাদের!

- আপডেট সময় : ০৮:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে ৮৭ কোটি ৬০ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ দখল করতে গিয়ে আওয়ামী লীগ নেতা আজাদ হোসাইনকে পালাতে সহায়তা করেছেন স্থানীয় বিএনপি নেতারা—এমন অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (১৯ মার্চ) সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ক্রিস্টাল হোটেলে। অভিযোগকারী ঠিকাদার শফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়ক উন্নয়ন প্রকল্পের কার্যাদেশ তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছিল। কাজের সুবিধার্থে তিনি আওয়ামী লীগ নেতা আজাদ হোসাইনকে অর্ধেক অংশীদারিত্ব দিয়ে চুক্তি করেছিলেন।
কিন্তু আজাদ হোসাইন কাজটি এককভাবে নেওয়ার উদ্দেশ্যে শফিকুল ইসলামকে হোটেলে ডেকে নেন এবং চুক্তি বাতিলের জন্য স্ট্যাম্প পেপারে সই দেওয়ার চাপ দেন। শফিকুল ইসলাম সই দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং তাঁর পোশাক ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, বিএনপি কর্মী মিলটন ও হোটেল মালিক নিশু দাস উপস্থিত হয়ে সমঝোতার কথা বলে আজাদকে কৌশলে পালাতে সহায়তা করেন।
বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক বলেন, ‘আমি শুধু ঝামেলা মেটাতে গিয়েছিলাম। আওয়ামী লীগ নেতাকে পালাতে সহায়তার বিষয়টি পুলিশ ভালো বলতে পারবে।’
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক শামসুল হাবিব জানান, ঘটনা তদন্তের কাজ চলছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
(সূত্র: সমকাল)