তাহিরপুর যুব বিভাগের কমিটি গঠন ও ইফতার

- আপডেট সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী যুব বিভাগ তাহিরপুর সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
২০ মার্চ (১৯ রমজান) রোজ বৃহস্পতিবার উপজেলা সদরের পুরাতন ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিয়ান আহমদ জুনায়েদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন।
বিশেষ অতিথি উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শফিকুল ইসলাম।
উপজেলা আমির বলেন-যুবকরা দেশ ও রাষ্ট্রের সম্পদ ইসলামী বিপ্লবের জন্য যুবকরা মুখ্য ভুমিকা রাখবে। বাংলাদেশের ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধ, বাহান্নর ভাষা আন্দোলন, ২৪শের ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যুবকদের ভুমিকা অপরিসীম তাই যুবকদের বাদ দিয়ে পরিবর্তন আশা করা যায় না।
তিনি আরো বলেন – তাহিরপুরে যুব বিভাগের মাধ্যমে তাহিরপুরে জামায়াতে ইসলামীর ঘাটিতে পরিনত হবে ইনশাআল্লাহ।
সমাপনী অধিবেশনে উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মু. তৌহিদুল ইসলাম সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- সদর ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি শাফাতুল ইসলাম, সেক্রেটারি জিরাতুল ইসলাম,অর্থ সম্পাদক রকি, ক্রীড়া সম্পাদক আল মুকিম চৌধুরী, ইউনিয়ন শিবির সেক্রেটারি উমর ফারুক প্রমুখ।