ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে ছাতক পৌর খেলাফত মজলিসের বিক্ষোভ

- আপডেট সময় : ১১:৩৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
ছাতকে ফিলিস্তিনি নিরিহ মুসলমানদের উপর ইসরাইলী হানাদর বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে পৌর খেলাফত মজলিসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা শহরের মন্ডলী ভোগ লাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর পদক্ষিন করে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়েখ ইমাম উদ্দিন।
পৌর খেলাফত মজলিসের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম সুলাইমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, মাওলানা আকিক হোসাইন, মাওলানা এখলাছুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, পৌর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, ছাত্র সমন্বয়ক সাইফ উদ্দিন, পৌর খেলাফত মজলিসের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর যুব মজলিসের সভাপতি হাফিজ আবুল হোসেন ইনু, বায়তুলমাল সম্পাদক আব্দুল হামিদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, পৌর যুব বিষয়ক সম্পাদক শাহ আলম, মাওলানা আবু বকর, মাওলানা আক্রাম হোসাইন, মাওলানা বোরহান উদ্দিন প্রমূখ।
এছাড়াও ফিলিস্তিনি দের উপর হামলার প্রতিবাদে মাওলানা ফজলুর রহমান ও উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালামের নেতৃত্বে এবং ছাতকের সর্বস্থরের মুসলমানদের ব্যনারে ও শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ দিকে ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী আসগর খানের নেতৃত্বে ও একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।