ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আলহেরা জামেয়ার মানববন্ধন

- আপডেট সময় : ০৩:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে মানবতাবিরোধী ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা।
আলহেরা জামেয়ার ছাত্র প্রতিনিধি ইকরামুল হক মাজেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মতিউর রহমান নিজামী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইত্তেহাদুল কুররা বাংলাদেশ আলহেরা জামেয়া শাখার প্রধান ক্বারী শাহজাহান কবির, আলহেরা জামেয়ার শিক্ষক মিজানুর রহমান, আলহেরা তাহফিজুল কুরআন বিভাগের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আবু বকর, ছাত্র প্রতিনিধি ইকরামুল হক মাজেদ।
আরও উপস্থিত ছিলেন, ক্বারী মাওলানা জুবায়ের আহমদ, রশিদ আহমদ, ইসমাইল হোসেন, আমিনুর রহমান পরান, মেরাজুল ইসলাম, আহসান হাবীব, মোস্তফা রশিদ তালহা।
কর্মসূচিতে আলহেরা জামেয়া সকল শিক্ষার্থী অংশ গ্রহন করেন। ইসরায়েলের বিরুদ্বে বিভিন্ন লেখার পোস্টার ফেস্টুন শিক্ষার্থীদের হাতে দেখা যায়। মাওলানা মতিউর রহমান নিজামীর বক্তব্যের মাধ্যমে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হয়।