বিশ্বকাপ মূল পর্বের আরও কাছে আর্জেন্টিনা

- আপডেট সময় : ০৩:৪৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লা আলবিসেলেস্তেদের হয়ে জয়সূচক গোলটি করেন আলমাদা। এই জয়ে বিশ্বকাপ মূল পর্বের দিকে আরও এগিয়ে গেল ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোরে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচে ড্র করতে পারলেই দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে আসন্ন বিশ্বকাপের টিকিট হাতে পাবে তিনবারের চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দুইয়ে অবস্থান করছে ইকুয়েডর। তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। ২১ পয়েন্ট পাওয়া ব্রাজিলের অবস্থান তিনে। এক পয়েন্ট কম নিয়ে চারে আছে উরুগুয়ে।
সেন্টেনারিও স্টেডিয়ামে এদিন ইনজুরির কারণে লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজদের ছাড়াই খেলতে নামে আর্জেন্টিনা। প্রথম পছন্দের এসব খেলোয়াড়দের ছাড়া খেলতে নেমে শুরুতে কিছুটা চাপের মুখে ছিল আর্জেন্টিনা। যদিও বেশিক্ষণ তাদের ওপর প্রভাব ধরে রাখতে পারেনি উরুগুয়ে। প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর ৬৮ মিনিটে ব্যবধান গড়ে দেওয়ার উপলক্ষ্য পায় আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান আলমাদা। এই গোলটার শোধ দিতে পারেনি স্বাগতিকরা।
তথ্যসূত্র: দৈনিক আমার দেশ