বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে র্যালি আলোচনা সভা

- আপডেট সময় : ০২:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
‘হিমবাহ সংরক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক শ্রী অরূপ রতন দাশ’র সঞ্চালনায় আলোচনা সভা হয়।
সভায় সুনামগঞ্জ পওর বিভাগ (২) এর নির্বাহী প্রকৌশলী মোঃইমদাদুল হক বলেন, বন্যাপ্রবন সুনামগঞ্জ জেলার পানি সম্পদ রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।
ইসলামিক রিলিফের প্রকল্প ব্যবস্থাপক শ্রী অরূপ রতন দাশ বলেন, বন্যার আগে আগাম সতর্কবার্তা ও বন্যার পূর্বাভাস প্রচারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে বন্যাদুর্গত সুনামগঞ্জবাসীর বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, পানীয় জলের অপ্রতুলতা কমিয়ে আনতে ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, ছাতক ও দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬০০ টিরও বেশি ডিপটিউবওয়েল (ডিপসেট পাম্প) স্থাপনের কাজ চলতি মাসের মধ্যে সম্পন্ন হবে।
এসময় জেলা প্রশাসন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।