সংবাদ শিরোনাম ::
‘সুনামগঞ্জ’স নাম্বার ওয়ান জিনিয়াস’ ট্যালেন্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১১৪৫ বার পড়া হয়েছে
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ,সুনামগঞ্জ (পুসাস) কর্তৃক ১ম বারের মতো আয়োজিত হলো ‘সুনামগঞ্জ’স নাম্বার ওয়ান জিনিয়াস’ ট্যালেন্ট অলিম্পিয়াড ২০২৫।
আজ শনিবার (২২ মার্চ) সকাল ১১ ঘটিকায় সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে এই অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি নিয়ে গঠিত মোট পাঁচটি বিভাগে
সুনামগঞ্জ জেলার প্রায় ৫০০ শিক্ষার্থী উক্ত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। একঘণ্টা বিশ মিনিট অনুষ্ঠিত এ পরীক্ষায় শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান ও প্রব্লেম সলভিং সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়।
জানা যায়, উক্ত অলিম্পিয়াডের ফলাফল ও পুরষ্কার বিতরণীর তথ্য পুসাসের ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে।
সুনামগঞ্জের শিক্ষার্থীদের জ্ঞানার্জনে এই ধরণের আয়োজন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদী সংগঠনটির সদস্যরা।