বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম জেলা শাখার ইফতার

- আপডেট সময় : ১০:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পৌর শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল হয়।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) কেন্দ্রীয় ও জেলা কমিটির সভাপতি মোদাচ্ছির আলম সুবলের সভাপতিত্বে ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় ইফতারের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন বাবেশিকফো’র সাধারণ সম্পাদক আব্দুল গফুর খান, সহসভাপতি আব্দুস শহীদ, সহসভাপতি নোমান আহমেদ, প্রফেসর সুদিন চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক কালিপদ দাস, প্রচার সম্পাদক দীপংকর তালুকদার, সহসভাপতি বিষেন্দু কুমার দেব, সহসভাপতি জনাব নুরুল আবেদীন, সহসভাপতি প্রিন্সিপাল আলীনুর সাহেব, প্রধান শিক্ষক বুরহান উদ্দিন, যুগ্ম সাংগঠনিক জিয়াউর রহমান, সহসভাপতি অশোক কুমার পাল, সহসম্পাদক মোছায়েল আহমেদ, সহকারী প্রধান শিক্ষক জামাল উদদীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক আব্দুস ছামাদ, বুরহান উদ্দিন, আবুল কাসেম, আব্দুল বারি, প্রধান শিক্ষক শাহেদ আলী প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ- সভাপতি প্রিন্সিপাল আলীনুর।