তাহিরপুরে উলামা বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন

- আপডেট সময় : ০৫:৩৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
তাহিরপুর উপজেলায় উলামা বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজানে আলেমদের করণীয় ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২৪ মার্চ সোমবার বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে
উলামা বিভাগ তাহিরপুর উপজেলা শাখার পবিত্র মাহে রমজানে আলেমদের করণীয় ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপত্বিত করেন তাহিরপুর উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান আলী।
তাহিরপুর উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি হারুন বিনলায়েক এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা উলামা পরিষদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মিসবাহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন বর্তমান সময়ে উলামা বিভাগ গুরুত্বপূর্ণ দেশের দায়িত্ব পালন করে যাচ্ছে, আমাদেরকে সমাজের সঠিক তথ্যগুলো জনসম্মুখে উপস্থাপন করতে হবে, পথভ্রষ্ট সমাজকে আলোর দিকে ফিরিয়ে আনার দায়িত্ব উলামা মাশায়েখদের।