সুনামগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৭:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৫) মার্চ শহরের পানসী রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি মুহাম্মদ আলী খান এর সভাপতিত্বে,পৌর খেলাফত মজলিসের সেক্রেটারি আতাউল হকের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সহ সাধারণ সম্পাদক লুটন শাখা ইউকে মাওলানা আমিরুল ইসলাম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, খেলাফত মজলিসের সাবেক সাংগঠনিক সম্পাদক আ আব্দুল গফফার,ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলার সভাপতি শহিদুল ইসলাম পলাশী,সুনামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, জেলা ছাত্র মজলিসের সভাপতি মু আলী, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১৫ বছরে যারা ফ্যাসিস্ট কায়েম করেছে তাদেরকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবেনা।
সংবিধানের দোহাই দিয়ে মানুষের স্বাধীনতা হরণ করেছে, সাইবার নিরাপত্তার নামে সাংবাদিকদের হয়রানি করেছে, অন্যায়ভাবে গুম খুন করেছে নতুন বাংলাদেশে এ ধরনের খুনীদের বিচার নিশ্চিত করতে হবে।
এছাড়া তিনি আরো বলেন, ইসলামি আদর্শ প্রতিষ্ঠা ছাড়া দেশে কোন শান্তি আসবেনা, তাই সকল ইসলামি দলকে নিয়ে ঐকবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে।