সুনামগঞ্জ ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

১৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সরদার হেলাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট ও সুনামগঞ্জের চাঞ্চল্যকর ১৫ মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত সরদার হেলাল মিয়াকে গ্রেফতার করেছে সিলেট গোয়েন্দা পুলিশ।

২৮ মার্চ ২০২৫ তারিখ বিকাল ০৩.৪০ ঘটিকায় সিলেট জেলা  অফিসার ইনচার্জ (দক্ষিণ) মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সরদার হেলাল মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়।

হেলাল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চৌকা গ্রামের মৃত হাফিজ জমির আলীর ছেলে।

 

জানা যায়, গ্রেফতারকৃত ডাকাত সরদার হেলাল মিয়ার বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় ১টি ডাকাতি, ০১টি অস্ত্র মামলাসহ ও সুমানগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় ০১টি ডাকাতি, ছাতক থানায় ০৩টি ডাকাতি, ০১টি চুরি, দক্ষিণ সুনামগঞ্জ থানায় ০১টি চুরি, ০২টি ডাকাতি, ০১টি অস্ত্র আইনে, এসএমপি, সিলেটের জালালাবাদ থানায় ০১টি মাদক মামলা, ০১ অস্ত্র মামলা, দক্ষিণ সুরমা থানায় ০১ ডাকাতি এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় ০১টি ডাকাতি মামলাসহ সর্বমোট ১৫ টি মামলার তথ্য পাওয়া যায়।

সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন জেলায় নিম্নরূপ মামলার তথ্য পাওয়া যায় –

১। সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ,এফআইআর নং-২১, তারিখ- ৩০ মে, ২০১৫; সময়- ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পনাল কাড-১৮৬০
২। সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ,এফআইআর নং-২২, তারিখ- ৩০ ম, ২০১৫; সময়- ধারা-১৯(a) ১৮৭৮ সােলর অস্ত্র আইন

৩। এসএমপিএর জালালাবাদ থানার ,এফআইআর নং-১৭/১২১, তারিখ- ২৭ জুন, ২০২০;ধারা- ৩৬(১) সারিণর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
৪। এসএমপি এর জালালাবাদ থানার ,এফআইআর নং-১৮/১২২, তারিখ- ২৭ জুন, ২০২০; ধারা- 19a ১৮৭৮ সােলর অস্ত্র আইন
৫। এসএমপি এর দণ সুরমা থানার ,এফআইআর নং-২২/২২, তারিখ- ২৮ জানুয়াির, ২০২০; ধারা- ৩৯৫/৩৯৭ পনাল কাড-১৮৬০;

৬। সুনামগঞ্জ এর জগাথপুর থানার ,এফআইআর নং-১২, তারিখ- ১৪ মে, ২০২৪; ধারা- 395/397/412 The Penal Code,
৭। সুনামগঞ্জ এর ছাতক থানার ,এফআইআর নং-৩৮/১২৮, তারিখ- ৩০ এল, ২০১৯; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০
৮। সুনামগঞ্জ এর দক্ষিণ সুনামগঞ্জ থানার ,এফআইআর নং-৩, তারিখ- ১৬ জানুয়াির, ২০১৮; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কাড-১৮৬০
৯। সুনামগঞ্জ এর দক্ষিণ সুনামগঞ্জ থানার ,এফআইআর নং-৫, তারিখ- ২২ অক্টোবর, ২০১৭; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড
১০। সুনামগঞ্জ এর দক্ষিণ সুনামগঞ্জ থানার ,এফআইআর নং-৬, তারিখ- ২২ অক্টোবর, ২০১৭; ধারা- ১৯(a) ১৮৭৮ সালের অস্ত্র আইন
১১। সুনামগঞ্জ এর ছাতক থানার ,এফআইআর নং-৩/৩২৩, তারিখ- ০২ ডিসেম্বর, ২০১৬; ধারা- ৪৬১/৩৮০/২১৫/৪১১পেনাল কাড-১৮৬০
১২। সুনামগঞ্জ এর ছাতক থানার ,এফআইআর নং-৬/৩০, তারিখ- ০৭ ফব্রুয়ারি, ২০১৬; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০
১৩। সুনামগঞ্জ এর ছাতক থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১৪ মে, ২০১৫; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কাড-১৮৬০;
১৪। সুনামগঞ্জ এর দক্ষিণ সুনামগঞ্জ থানার ,এফআইআর নং-১১, তারিখ- ২৭ ফেব্রুয়ারি, ২০১৪; ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড-১৮৬০

১৫। হবিগঞ্জ এর বানিয়াচং থানার ,এফআইআর নং-১৯/২৭৪, তারিখ- ২৯ ডিসেম্বর, ২০১৯; ধারা- ৩৯৫/৩৯৭ পনাল কাড-১৮৬০;

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সরদার হেলাল গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

সিলেট ও সুনামগঞ্জের চাঞ্চল্যকর ১৫ মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত সরদার হেলাল মিয়াকে গ্রেফতার করেছে সিলেট গোয়েন্দা পুলিশ।

২৮ মার্চ ২০২৫ তারিখ বিকাল ০৩.৪০ ঘটিকায় সিলেট জেলা  অফিসার ইনচার্জ (দক্ষিণ) মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সরদার হেলাল মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়।

হেলাল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চৌকা গ্রামের মৃত হাফিজ জমির আলীর ছেলে।

 

জানা যায়, গ্রেফতারকৃত ডাকাত সরদার হেলাল মিয়ার বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় ১টি ডাকাতি, ০১টি অস্ত্র মামলাসহ ও সুমানগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় ০১টি ডাকাতি, ছাতক থানায় ০৩টি ডাকাতি, ০১টি চুরি, দক্ষিণ সুনামগঞ্জ থানায় ০১টি চুরি, ০২টি ডাকাতি, ০১টি অস্ত্র আইনে, এসএমপি, সিলেটের জালালাবাদ থানায় ০১টি মাদক মামলা, ০১ অস্ত্র মামলা, দক্ষিণ সুরমা থানায় ০১ ডাকাতি এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় ০১টি ডাকাতি মামলাসহ সর্বমোট ১৫ টি মামলার তথ্য পাওয়া যায়।

সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন জেলায় নিম্নরূপ মামলার তথ্য পাওয়া যায় –

১। সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ,এফআইআর নং-২১, তারিখ- ৩০ মে, ২০১৫; সময়- ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পনাল কাড-১৮৬০
২। সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ,এফআইআর নং-২২, তারিখ- ৩০ ম, ২০১৫; সময়- ধারা-১৯(a) ১৮৭৮ সােলর অস্ত্র আইন

৩। এসএমপিএর জালালাবাদ থানার ,এফআইআর নং-১৭/১২১, তারিখ- ২৭ জুন, ২০২০;ধারা- ৩৬(১) সারিণর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
৪। এসএমপি এর জালালাবাদ থানার ,এফআইআর নং-১৮/১২২, তারিখ- ২৭ জুন, ২০২০; ধারা- 19a ১৮৭৮ সােলর অস্ত্র আইন
৫। এসএমপি এর দণ সুরমা থানার ,এফআইআর নং-২২/২২, তারিখ- ২৮ জানুয়াির, ২০২০; ধারা- ৩৯৫/৩৯৭ পনাল কাড-১৮৬০;

৬। সুনামগঞ্জ এর জগাথপুর থানার ,এফআইআর নং-১২, তারিখ- ১৪ মে, ২০২৪; ধারা- 395/397/412 The Penal Code,
৭। সুনামগঞ্জ এর ছাতক থানার ,এফআইআর নং-৩৮/১২৮, তারিখ- ৩০ এল, ২০১৯; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০
৮। সুনামগঞ্জ এর দক্ষিণ সুনামগঞ্জ থানার ,এফআইআর নং-৩, তারিখ- ১৬ জানুয়াির, ২০১৮; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কাড-১৮৬০
৯। সুনামগঞ্জ এর দক্ষিণ সুনামগঞ্জ থানার ,এফআইআর নং-৫, তারিখ- ২২ অক্টোবর, ২০১৭; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড
১০। সুনামগঞ্জ এর দক্ষিণ সুনামগঞ্জ থানার ,এফআইআর নং-৬, তারিখ- ২২ অক্টোবর, ২০১৭; ধারা- ১৯(a) ১৮৭৮ সালের অস্ত্র আইন
১১। সুনামগঞ্জ এর ছাতক থানার ,এফআইআর নং-৩/৩২৩, তারিখ- ০২ ডিসেম্বর, ২০১৬; ধারা- ৪৬১/৩৮০/২১৫/৪১১পেনাল কাড-১৮৬০
১২। সুনামগঞ্জ এর ছাতক থানার ,এফআইআর নং-৬/৩০, তারিখ- ০৭ ফব্রুয়ারি, ২০১৬; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০
১৩। সুনামগঞ্জ এর ছাতক থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১৪ মে, ২০১৫; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কাড-১৮৬০;
১৪। সুনামগঞ্জ এর দক্ষিণ সুনামগঞ্জ থানার ,এফআইআর নং-১১, তারিখ- ২৭ ফেব্রুয়ারি, ২০১৪; ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড-১৮৬০

১৫। হবিগঞ্জ এর বানিয়াচং থানার ,এফআইআর নং-১৯/২৭৪, তারিখ- ২৯ ডিসেম্বর, ২০১৯; ধারা- ৩৯৫/৩৯৭ পনাল কাড-১৮৬০;