পুসাসের আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

- আপডেট সময় : ১১:৪২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
২০২৩-২৪ সেশনে সুনামগঞ্জ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে পাবলিক বিশ্বিবদ্যালয় ছাত্র সংসদ, সুনামগঞ্জ (পুসাস) আয়োজন করেছে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল, ০২ এপ্রিল, বিকাল ৩ ঘটিকা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছানরাজা মিলনায়তনে এর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির প্রথমার্ধে পুসাসের সভাপতি আসহাব লাবিবের সভাপতিত্বে শুর হয় আলোচনা সভা ও সংবর্ধনা । আলোচনা সভার শুরুতেই পুসাসের কাজ নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন পুসাসের মডারেটর মলয় ব্যানার্জি । অতিথিবৃন্দের আসন গ্রহনের পরপরই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পুসাসের সাধারণ সম্পাদক মো: হাসিবুল হোসাইন শান্ত । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, বাংলাদেশ নৌবাহিনীর ল্যাফটেনেন্ট আব্দুল হাদি সিয়াম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কৃপাময় কর কৌশিক ও রাজউকের সহকারী অথরাইজড অফিসার ও পুসাসের সহ-প্রতিষ্ঠাতা আবু সাদাত মোহাম্মদ সায়েম।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আজকের এই অনুষ্ঠানের মতো সুন্দর অনুষ্ঠান আমি খুবই কম দেখেছি। এখানে এসে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিগুলো মনে করছি। আমি আশা রাখি এখানে উপস্থিত মুখগুলোই আগামীতে সুনামগঞ্জকে সামনে এগিয়ে নিয়ে যাবে।”
আলোচনা সভার পরপরই পুসাসের পক্ষ থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি পুসাস কর্তৃক আয়োজিত সুনামগঞ্জ’স নাম্বার ওয়ান জিনিয়াস ট্যালেন্ট অলিম্পিয়াড ও আইডিয়া কনটেস্ট এর বিজয়ীদের হাতেও পুরষ্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে স্ন্যাকস পার্টনার হিসেবে ছিল বনফুল সুনামগঞ্জ ও বেভারেজ পার্টনার হিসেবে ছিল সজীব গ্রুপ।