শান্তিগঞ্জের শান্তি ফিরিয়ে আনুন
- আপডেট সময় : ০৮:১৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / 260
সুনামগঞ্জ সদর উপজেলার দক্ষিণাংশ নিয়ে ২০০৬ সালের ৬ জুন ঘোষণা হয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। ২৭ জুলাই ২০০৬ তারিখে গেজেট প্রকাশিত হয়। ৮টি ইউনিয়ন নিয়ে ১৮ মে ২০০৮ তারিখ থেকে এ উপজেলাটি নবসৃষ্ট উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করে। ২০২১ সালের ২৬ জুলাই দক্ষিণ সুনামগঞ্জ থেকে নাম পরিবর্তন করে নামকরণ করা হয় শান্তিগঞ্জ।
৩০৩.১৭ বর্গ কিলোমিটার আয়তনের জয়কলস, দুর্গাপাশা, পশ্চিম পাগলা, পশ্চিম বীরগাঁও, পাথারিয়া, পূর্ব পাগলা, পূর্ব বীরগাঁও, শিমুলবাগ ইউনিয়নে ১,৮৩,৮৮১ মানুষের বসবাস। নাম শান্তিগঞ্জ হলেও এই জনপদ থেকে যেন শান্তির ছায়া উড়ে গেছে। জায়গা দখল, জমির ধান খাওয়া, ধান শুকানোর জায়গা দখল, বিল দখল, হাঁস-মুরগি, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঝগড়া লেগেই আছে।
একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। আহতের সংখ্যাতো অগণিত। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনকেও হিমশিম খেতে হচ্ছে। সাধারণ, নিরীহ মানুষের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় মুরব্বী ও সচেতন জনসাধারণকেেএগিয়ে আসতে হবে। শান্তিগঞ্জের শান্তি ফিরিয়ে আনতে হবে।















