দেশ ও জাতির জন্য নিজেদের গড়ে তুলতে হবে – বদরুল কাদির শিহাব

- আপডেট সময় : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দারুল হুদা দাখিল মাদরাসার সভাপতি বদরুল কাদির শিহাব বলেছেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই জাতির আগামী দিনের কর্ণধার। পরিশ্রম করে পড়াশুনা করে তাদের নিজেদেরকে দেশ ও জাতির জন্য গড়ে তুলতে হবে।
তিনি মঙ্গলবার সকালে দারুল হুদা দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদরাসার সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সুহেল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান।
দাখিল পরীক্ষার্থী হাফেজ তানজিল আহমেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মোঃ মহি উদ্দিন, হাফেজ মাওলানা আজির উদ্দিন, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ গিয়াস উদ্দিন, জমিরুল হক, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শামসুর রহমান, এ জেড এম কাদির, আজিজুর রহমান, দাখিল পরীক্ষার্থী মাহবুবুর রহমান, ফারহানা আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ রাইয়ান প্রমুখ।
পরে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। মোনাজাত পরিচালনা করেন সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসাইন।