সিলেটে লুটপাটের ঘটনায় আটক ৩

- আপডেট সময় : ০৫:১৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
সিলেট নগরীর বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করে ৩ লুটপাটকারীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানাপুলিশ।
সোমবার (৭ আগস্ট) রাতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই থানার রাজা মিয়ার ছেলে মো. রাজন, সুনামগঞ্জ সদর থানার হাছানগর গ্রামের আরব আলীর ছেলে ইমন (১৯), নগরীর কোতোয়ালী থানার কাজিটুলা এলাকার দ্বীন ইসলামের ছেলে মোঃ রাকিব(১৯)।
জানা যায়, ফিলিস্তিনের নির্মম হত্যার প্রতিবাদে সিলেটে তৌহিদী জনতার আন্দোলনের ভিড়ে একদল দুর্বৃত্ত নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এসময় তারা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে ব্যবসায়ীদের সহযোগিতায় প্রশাসনের সাড়াশি অভিযানে নামে নগরীর পুলিশ। সাড়াশি অভিযানের সময় তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ফিলিস্তিনের নির্মম হত্যার প্রতিবাদে সোমবারে সিলেটে তৌহিদী জনতার আন্দোলনের ভিড়ে একদল দুর্বৃত্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। তাৎক্ষণিক পুলিশ উৎসুক জনতার ভিড়ে কাউকে আটক করে নি। তবে পরবর্তীতে সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমের বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আটক করা হয়েছে। অন্যদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।