লিখিত পরীক্ষা ২৮ এপ্রিল
সুনামগঞ্জে পুলিশ নিয়োগ: মাঠ পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৪

- আপডেট সময় : ০৪:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারি)-২০২৫ এর মাঠপর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের চূড়ান্ত দিন আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
দ্বিতীয় দিনে উত্তীর্ণ ৫৩৫ জন প্রার্থীর মধ্যে ৫৩৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে প্রার্থীদের শারীরিক সামর্থ্য যাচাই করতে পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড়, নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়সহ ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয়। চূড়ান্ত দিনের এ কার্যক্রমে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নিয়োগ বোর্ডের সভাপতি ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ। তার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও কঠোর মনিটরিংয়ের মাধ্যমে মাঠপর্বের কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ) প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল, সিলেট) মো. শাহ আলম, সিভিল সার্জন মনোনীত মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম এবং ডা. শতাব্দী ভট্টাচার্য্য।
পুলিশ সুপার লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং প্রদান করেন এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই যেন দালাল বা আর্থিক লেনদেনের প্রলোভনে কেউ না পড়ে, সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন। তিনি দৃঢ়ভাবে আশ্বস্ত করেন যে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হবে।
মাঠ পরীক্ষায় চূড়ান্তভাবে মোট ৪৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে ৪১০ জন পুরুষ এবং ৩৪ জন নারী প্রার্থী। চূড়ান্তভাবে মাঠ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে লিখিত পরীক্ষা আগামী ২৮ এপ্রিল সকাল ১০টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।