দৈনিক হক বার্তার আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় :
১০:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
৯২
বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
সুনামগঞ্জ জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মোহাম্মদ আমিরুল হক সম্পাদিত দৈনিক হক বার্তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
৮ এপ্রিল, মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির ৩য় তলার গ্রন্থাগার কক্ষে দৈনিক হক বার্তার উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি ও হক বার্তার উপদেষ্টা এডভোকেট আব্দুল হকের সভাপতিত্বে এবং হক বার্তার সম্পাদক এডভোকেট মোহাম্মদ আমিরুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,এডভোকেট রবিউল লেইস রোকেস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হক বার্তার উপদেষ্টা এডভোকেট মাসুক আলম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, এডভোকেট তৈয়বুর রহমান বাবুল, এডভোকেট নানু মিয়া, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট খাইরুল কবির রুমেন, এডভোকেট আক্তারুজ্জামান সেলিম, এডভোকেট আজাদুল ইসলাম রতন, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ দে, এডভোকেট মোশাহিদ আলী, এডভোকেট আব্দুল আজাদ, হক বার্তার সহকারি সম্পাদক মোহাম্মদ হোসেন আহমেদ, উপ সম্পাদক আল জুলফিকার রহমান, নির্বাহী সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম জনি, সহযোগী সম্পাদক সাবাজ উদ্দিন মান্না, বার্তা সম্পাদক আলী আহমদ দুলাল, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, সুনামগঞ্জ টুডের স্টাফ রিপোর্টার মো. রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এডভোকেট মোহাম্মদ আমিরুল হক একজন সাহসী আইনজীবী। পাশাপাশি তিনি একজন লেখক ও সমালোচক। সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে তিনি ঘটে যাওয়া সকল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সব সময় সরব ভুমিকা পালন করেছেন। আমাদের বিশ্বাস, সম্পাদক হিসেবে সকল সমালোচনার উর্ধ্বে থেকে হক বার্তার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে পত্রিকার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করবেন।
দৈনিক হক বার্তার সম্পাদক এডভোকেট মোহাম্মদ আমিরুল হক বলেন, আমার দৈনিকের স্লোগান হচ্ছে অন্তরালের খবর। চাপা পড়া সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদগুলো তুলে ধরবে হক বার্তা। নামকরণের সাথে বাস্তবতার মিল রেখে কাজ করতে চাই। এজন্য আমি সবার সহযোগিতা কামনা করি।
নিউজটি শেয়ার করুন