শান্তিগঞ্জে এসএসসি-দাখিলে ৪ কেন্দ্রে পরীক্ষার্থী ১৫৯৬

- আপডেট সময় : ০৯:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় আগামীকাল সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলায়ও এসএসসি ও দাখিল পরীক্ষায় বসতে যাচ্ছেন ১ হাজার ৫শ’ ৯৬ জন শিক্ষার্থী। ৪টি পরীক্ষা কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নেবেন তারা।
এজন্য সব ধরণের প্রস্তুতিও শেষ করেছে উপজেলা শিক্ষা কার্যালয় ও উপজেলা প্রশাসন। কেন্দ্র স্কুলগুলোর আশপাশে নিরাপত্তা ও জনসচেতনাতার স্বার্থে করা হয়েছে মাইকিং। পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্রের ১শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। কোনো ধরণের মিছিল-সমাবেশ, মাইকিং ও উচ্চস্বরে আওয়াজ না করার নির্দেশনাও জারি করা হয়েছে।
এদিকে, পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কেন্দ্রগুলো। প্রতিটি কেন্দ্রের সচিবদের সাথে কথা বলে জানা যায়, এবছর শান্তিগঞ্জ উপজেলায় দাখিল ও এসএসসি পরীক্ষা সর্বমোট ১ হাজার ৫শ’ ৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে আক্তাপাড়া আলিম মাদ্রাসা কেন্দ্রে (মাদ্রাসার একমাত্র কেন্দ্র) পরীক্ষা দেবেন ২শ’ ৭৭ জন দাখিল পরীক্ষার্থী।
এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩শ’ ১৯ জন। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবেন ৬শ’ ৬৭ জন, জয়কলস উজানীগাঁও রশিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ’ ৭০ জন ও গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শ’ ৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
আক্তাপাড়া আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব অধ্যক্ষ মাও. মঈনুল হক ও গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব শাহ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আগামীকাল থেকে পরীক্ষা নিতে আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতোমধ্যে পরীক্ষা কক্ষ পরিদর্শকদের ডিউটি বণ্ঠন করা হয়েছে। আশা করছি কোনো রকমের বিপত্তি ছাড়া ভালোভাবে পরীক্ষা গ্রহণ করতে পারবো।’
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ‘পরীক্ষা গ্রহণের জন্য যা যা করণীয় ইতোমধ্যে আমরা তা করেছি। প্রতিটি কেন্দ্র এলাকায় সচেতনতা মাইকিং করেছি এবং প্রতিটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিকটস্থ ফটোকপির দোকানগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে দায়িত্ব বন্ঠন করা হয়েছে। আশা করছি নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ করতে পারবো। সকল পরীক্ষার্থীর জন্য অনেক শুভ কামনা।’