শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলা দায়িত্বশীল বৈঠক জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলাল এর সঞ্চালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
১০(এপ্রিল) বৃহস্পতিবার বিকাল ২.০০ ঘটিকার সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলা কার্যালয়ে জেলা দায়িত্বশীল সম্পন্ন হয়।
উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি রিয়াজুল ইসলাম তালেব, সহ সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, জেলা কোষাধ্যক্ষ ওয়াশিদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, শাল্লা উপজেলা সভাপতি আনোয়ার উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলার সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক, জামালগঞ্জ উপজেলার সভাপতি এনামুল হক, ছাতক উপজেলার সভাপতি মিজানুর রহমান, শান্তিগঞ্জ উপজেলার সভাপতি রায়েজ নুর,সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি ক্বারী হাসান আলী মাস্টার, ধর্মপাশা উপজেলার সভাপতি
মাইন উদ্দিন নাহিদ, ছাতক উপজেলার সভাপতি ক্বারী নুরুল আমীন, দিরাই উপজেলার তৌহিদ মিয়া প্রমুখ।
জেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোমতাজুল হাসান আবেদ তার বক্তব্য বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন অগ্রণী ভূমিকা পালন করছে।