সংবাদ শিরোনাম ::
ছড়া-কবিতা : আল্লাহু আক্ববার

মনিরুজ্জামান পিয়াস
- আপডেট সময় : ১১:২৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
মেরেছো অনেক সয়েছি ব্যাথা
ঝরেছে রক্ত কত!
তবু জিহাদের ডাক আসে যদি
না শুকাতেই ক্ষত।
ঘরে বসে কেউ রইবো নাকো
দেখাবো না অজুহাত শত,
যাবো রাজপথে জীবন বিলাতে
উমর আলী বীর হামজার মতো।
মুসলমানের প্রতিটি ঘরে
জেগে আছে তিতুমীর।।
প্রয়োজনে ফের বাসের কেল্লা
গড়বে নবীন বীর।
ভুলে যাবো দল কে কোন মতের
একজনই রাহবার,
একটাই সে শ্লোগান হবে
আল্লাহু আকবর।।