ইসরাইলি নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে দিরাইয়ে সমাবেশ

- আপডেট সময় : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
গাজায় যুদ্ধবিরতি অমান্য করে ইসরাইলি নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা দিরাই পয়েন্টে তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত সমাবেশে দিরাই সড়ক ও আশপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে মিছিল সহকারে যোগদান করেন।
ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সমাবেশে স্থানীয় জনগণ, মুসল্লি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রমজীবী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কায়ূইম। মাওলানা নূরুল ইমান, আবদুল্লাহ গাজিনগরী, মাওলানা মাহবুব সালমান, মাওলানা রমজান আলী ও মুফতি আব্দুল মালিক তোহার যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান। তিনি বলেন, আমাদের সবার দায়িত্ব নৃশংস এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সাধ্যমত প্রতিবাদ করা ও ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, শায়খুল হাদিস শিব্বির আহমদ, শায়খুল হাদিস মুখলিছুর রহমান, দরগাহপুর মাদারাসার মুহাদ্দিস মাওলানা এমদাদুল হক হাসারচরী, শায়খুল হাদিস মাওলানা তাহির আহমদ জামলাবাদী, শায়খুল হাদিস তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা ফরিদ আহমদ হাসারচরী, মাওলানা ডা. আব্দুল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আনোয়ার হুসাইন, প্রবাসী নেতা মাওলানা খালেদ আহমদ জায়েম।
মাওলানা মিজানুর রহমান, মাওলানা এরশাদ, ক্বারী মুহিব্বুল হক আজাদী, মাওলানা নূর আহমদ ছুয়াপুরী, মাওলানা ইলিয়াস আহমদ গাগলী, হাফিজ মাওলানা নাজমুল ইসলাম জামলাবাদী, মাও. মুশাররফ হুসেন, মাও. আবদুল রাজ্জাক, মাওলানা মতিউর রহমান, হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ, মাওলানা হারিস উদ্দিন, হাফিজ আবু সাঈদ, গাজি আবুল কালাম, মাওলানা এহসান রেজা মুহিবী।
মাস্টার আমিরুল ইসলাম, শাব্বির আহমদ, হাফিজ হুসাইন আহমদ, মাওলানা ইমদাদুল্লাহ গাজিনগরী, মাওলানা আতাউর রহমান আজিজ, মাওলানা আতাউর রহমান সানী, যুবনেতা ফরিদ আহমদ, ছাত্র নেতা হারুনুর রশিদ হারুন, ছাত্রনেতা হাবিবুল্লাহ হামিদ, মাওলানা আব্দুল হাই দুলন, রাজনৈতিক ব্যক্তি হুসাইন আহমদ প্রমুখ।