ছাতকে ৪৪ এসি ব্ল্যাক মদসহ দুইজন গ্রেপ্তার

- আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
ছাতকে ভারতীয় ৩৪ বোতল ভারতীয় এসি ব্ল্যাক ৩৪ বোতল মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুত্রুবার দুপুরের গ্রেপ্তারকৃত দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার রাতে ছাতক-দোয়ারাবাজার সড়কের বারকাহন এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে মদ সহ দুইজনকে আটক ও তাদের ব্যবহৃত একটি টিভিএস মেট্রোপ্লাস,নাম্বার বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। এস আই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে পুলিশ চেক পোস্ট বসিয়ে মোহাম্মদ আলী (২৫) ও রহমত আলী (২৪) কে ৩৪ বোতল মদ সহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা দোয়ারাবাজার উপজেলার নরসিং পুর ইউনিয়নের কালাপশি গ্রামের আব্দুল করিমের পুত্র মোহাম্মদ আলীও ছাতকের নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ কুপিয়া গ্রামের মঙ্গল মিয়ার পুত্র রহমত আলী।
পুলিশ জানিয়েছে, ৩৪ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদের মুল্য ৩৪ হাজার টাকা ও জব্দকৃত মোটরসাইকেলের মুল্য অনুমান ১ লক্ষ ২৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এস আই মোঃ সিকান্দর আলী।
এ ব্যাপােরে ওসি মোঃ মোখলেছুর রহমান আকন্দ, ঘটনার সত্যতা নিশিচত করে বলেন মদ সহ দুই আসামিকে শুত্রুবার দুপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।