ভীমখালী ইউনিয়ন জামায়াতের জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব গ্রহণ করতে প্রস্তুত : উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান

- আপডেট সময় : ১২:৫২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
দেশ ও জাতিকে সঠিক নেতৃত্ব দেয়ার জন্য কিছু সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী একদল সৎ ও যোগ্য খোদা ভীরু নেতৃত্ব তৈরির কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
তিনি আরো বলেন, সৎ যোগ্য ও দক্ষ নেতৃত্বের গুণে কুসংস্কার ও সামাজিক অনাচারকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব হয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রে সৎ যোগ্য নেতৃত্ব তৈরীতে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব সম্পন্ন কর্মী বাহিনী তৈরির আহ্বানে সাড়া দিয়েছে।
তোফায়েল আহমেদ খান আরো বলেন, জামায়াত এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে । তাই জামায়াতের তৈরি করা সৎ ও যোগ্য নেতৃত্ব আগামী দিনে দেশের মানুষ গ্রহণ করতে প্রস্তুত।
বৃহস্পতিবার (১০) এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাও লালবাজার জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভীমখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে, ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায়, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের অফিস সম্পাদক নুরুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরী প্রমুখ।
সমাবেশের পুর্বে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণযোগাযোগ ও কুশল বিনিময় করেন।