গাজা ইস্যুতে ঢাকায় ‘March for Gaza’—বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ অঙ্গীকার

- আপডেট সময় : ১২:১৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
**ঢাকা, ১২ এপ্রিল ২০২৫:**
গাজায় চলমান গণহত্যা ও ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “March for Gaza” নামে একটি বিশাল গণসমাবেশ ও পদযাত্রা। আয়োজক সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট—বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশগ্রহণ করে গাজার শহীদদের স্মরণে শপথ নেন।
সমাবেশে পঠিত ঘোষণাপত্রে চারটি স্তরে দাবিসমূহ তুলে ধরা হয়—
**আন্তর্জাতিক সম্প্রদায়, মুসলিম উম্মাহ, বাংলাদেশ সরকার এবং দেশের সাধারণ জনগণের প্রতি।**
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় গাজায় ইসরায়েলি গণহত্যার বিচার নিশ্চিতকরণ, যুদ্ধবিরতির বদলে কার্যকর পদক্ষেপ, ১৯৬৭-পূর্ব ভূমির পূর্ণ ফেরত ও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতির দাবি।
মুসলিম রাষ্ট্রসমূহের উদ্দেশ্যে জানানো হয়:
ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন, বাণিজ্যিক অবরোধ, গাজায় পূর্ণ মানবিক সহায়তা এবং হিন্দুত্ববাদী ভারতের মুসলিমবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়:
‘Except Israel’ নীতির পুনর্বহাল, ইসরায়েলি চুক্তি বাতিল, গাজায় রাষ্ট্রীয় ত্রাণ পাঠানো ও জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নীতিমালা প্রণয়ন।
সবশেষে, দেশের জনগণের প্রতি অঙ্গীকার নেওয়া হয়—
জায়নবাদী শক্তিকে বয়কট, ঐক্যবদ্ধ থাকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী চেতনায় প্রস্তুত করার।
সমাবেশে বারবার উচ্চারিত হয়—
**“গাজার শহীদরা কেবল আমাদের দো‘আ চান না—তাঁরা আমাদের প্রস্তুতি চান।”**
এদিন সমবেত জনগণ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাজা ও ফিলিস্তিনের জন্য দো‘আ করেন এবং শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।
**প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ**—একটি বার্তা দিয়েছে আজকের পৃথিবীকে:
**“গাযার পাশে দাঁড়ানোই আমাদের ঈমানের বাস্তব পরীক্ষা।”**