ধর্মপাশায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / 256
ধর্মপাশায় পানিতে ডুবে সাফায়েত (৬) ও মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সাফায়েত হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে ও মীম জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়া মেয়ে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামে এই ঘটনা ঘটে।
মীমের মা ঢাকায় চাকুরী করার কারনে দীর্ঘদিন ধরে হিজলা গ্রামে তার মামা শাহীনের বাড়িতে নানীর সাথে বসবাস করতো।
ওইদিন সকালে মীম ও তার মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করছিল। পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন দুজনকে ওই ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।














