সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ৩৩/১১ কেভি উপকেন্দ্রে ত্রুটি, তিনটি ১১ কেভি ফিডার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:৩৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক | আমার সুনামগঞ্জ
সুনামগঞ্জ ৩৩/১১ কেভি উপ-কেন্দ্রে ১১ কেভি প্যানেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ১১ কেভি থানা ফিডার, বড়পাড়া ফিডার এবং হাছান নগর ফিডার সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী প্রকৌশলী, বিবিবি সুনামগঞ্জ। তিনি জানান, ত্রুটি চিহ্নিত করে দ্রুত মেরামতের কাজ চলমান রয়েছে। মেরামত কাজ সম্পন্ন হলেই ফিডারসমূহ চালু করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
তিনি আরও অনুরোধ জানান, এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করা হচ্ছে।