সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষ উপলক্ষে তাহিরপুরে নানা আয়োজন

এস এম মিজানুর রহমান :
- আপডেট সময় : ১১:৩৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে বরণ করে নিতে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে থাকছে বর্ষবরণ শোভাযাত্রাসহ নানা আয়োজন।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বর্ষবরণ শোভাযাত্রা উদ্বোধন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, নববর্ষ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন থেকে এবার আনন্দ শোভাযাত্রা, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে। যেখানে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জন্য স্টল বরাদ্দ দেয়া হয়েছে। সবমিলিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।
উল্লেখ্য, নববর্ষ উদযাপনের দিনব্যাপি কর্মসূচিতে থাকছে বর্ষবরণ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলা ও বৈশাখী মেলা।