রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

- আপডেট সময় : ০৯:০০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
তিন মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারো ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিলের দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে নেমে যায়। আকু বিল পরিশোধের আগে রিজার্ভ ছিল ২১ দশমিক ১৬ বিলিয়ন ডলার। রেমিট্যান্স বৃদ্ধির ফলে রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত মার্চ মাসে দেশে ৩২৯ কোটি ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। এই রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক।
রোববার শেষে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ ছিল ২১ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ ঋণের শর্ত অনুযায়ী আগামী জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ-এনআইআর ১৭ বিলিয়ন ডলার থাকতে হবে। বর্তমানে নিট রিজার্ভ রয়েছে ১৬ বিলিয়ন ডলার। তবে আগামী জুনের মধ্যে আইএমএফের নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ কথা বলেন।
দেশের রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি জানান, আইএমএফর ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত ছিল, নিট রিজার্ভ জুনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। আশা করছি আইএমএফের শর্ত জুনের মধ্যে পূরণ করতে সক্ষম হব। তিনি আরো বলেন, আইএমএফের শর্ত অনুযায়ী জুনে নিট রিজার্ভ-এনআইআর থাকতে হবে ১৭ বিলিয়নের কিছুটা বেশি। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভ ১৬ বিলিয়ন।