রঙ্গালয় সুনামগঞ্জের বৈশাখী উৎসব
- আপডেট সময় : ০৮:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 124
রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের আয়োজনে ও ব্যান্ড মাল্টিভার্সের সহযোগিতায় বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির পাগল হাসান কুঞ্জে উৎসব হয়।
রঙ্গালয়ের সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বক্তব্য রাখেন গণমাধ্যমকমী জসিম উদ্দিন, দেওয়ান গিয়াস চৌধুরী, রঙ্গালয়ের সাধারণ সম্পাদক তামিম রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনদ্দোজ্জা আহমদ, সদস্য সচিব মেহেদী হাসান সাকিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির নেতা তাওফিক এলাহি তাকরিম, তানবির আহমেদ চৌধুরি, আশরাফুল ইসলাম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশনা করেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী মুবিন আহমেদ, আদহাব রহমান, অলিদ হাসান তানভীর, জিৎ, পিয়াস, রিতা আচার্য, পূর্ণির্মা সুকলা ও ব্যান্ড মাল্টিভার্সের শিল্পীরা। এসময় সুনামগঞ্জের আঞ্চলিক গান, বৈশাখি গান, হাসন রাজা, বাউল আব্দুল করিম, পাগল হাসানের গানসহ বাউল ও বিভিন্ন লোকসঙ্গীত পরিবেশন করে শিল্পীরা।
















