ইসরাইলিদের নিষিদ্ধ ঘোষণা করলো মালদ্বীপ

- আপডেট সময় : ০৮:৪৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ০ বার পড়া হয়েছে
ফিলিস্তিনি জনগণের প্রতিন দৃঢ় সংহতি প্রকাশ করেছে মালদ্বীপ। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনে অনুমোদন করে তাদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। মঙ্গলবার গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে।’
মুইজ্জুর অফিসের একজন মুখপাত্র আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মালদ্বীপ দৃঢ়ভাবে আহ্বান জানিয়ে আসছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
মালদ্বীপের সরকার একথাও পুনর্ব্যক্ত করেছে, তারা দীর্ঘদিন ধরে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রয়েছে—যা জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের সাথে সংগতিপূর্ণ।