তাহিরপুরে ইভটিজিংয়ের শিকার এসএসসি পরীক্ষার্থী মাথা ও হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি

- আপডেট সময় : ০৫:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ৪৬৫ বার পড়া হয়েছে
তাহিরপুরে ইভটিজিংয়ের শিকার হয়ে তাহমিনা আক্তার তোহা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। মাথা ও হাতে আঘাত পেয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এই মর্মে আহত তানিয়ার পিতা তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাহমিনা উত্তর শ্রীপুর ইউনিয়নের হাওড় বাংলা টেকনিক্যাল ইন্সটিটিউটের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থী।
আহত তাহমিনা আক্তার তোহা জানান, মঙ্গলবার (১৫) এপ্রিল চানপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ইংরেজি ১ম পত্র পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে লালঘাট এলাকায় কয়েকজন বখাটে মোটর সাইকেল অবরোধ করে আমাকে গাড়ি থেকে নামতে বলে। গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানালে তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করে আমার মাথা ও হাতে প্রচন্ড আঘাত করে এমতাবস্থায় হসপিটালে ভর্তি হই।
এসময় মোটরসাইকেল চালক সুজন মিয়া বলেন, আমি বাধা দিলে তারা আমার মোটর সাইকেল ভাংচুর করে ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যপারে তাহিরপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ আহসান জানান, রোগী ভর্তির পরই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। রোগীর অবস্থা উন্নতির দিকে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী কয়েকজন বলছে মোটর সাইকেল এক্সিডেন্টে আহত হয়েছে। কিন্তু আহত এবং মোটর সাইকেল চালক বলছেন তাদেরকে গাড়ি থামিয়ে আক্রমণ করা হয়েছে।
এ ব্যপারে আহতদের বাবা আব্দুল করিম (৫৭) একটি অভিযোগ করেছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।