সুনামগঞ্জ ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে দুদকের গণশুনানিতে জনস্রোত, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সাধারণ মানুষ বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অন্যায় আচরণের জবাব চান ভূক্তভোগী বজ্রের আঘাতে নিভল জীবনপ্রদীপ—চেলা নদীতে  ভেসে উঠল শ্রমিকের লাশ রাত যখন গভীর, র‍্যাব তখন জাগ্রত— ৩০৮ বোতলের ফাঁদ উন্মোচন তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক কামাল হোসেন এর উপর হামলা মীমাংসিত ইতিহাসের অমীমাংসিত রাজনীতি স্বাধীনতার সঙ্গে বেঈমানি ও আওয়ামী লীগ আলহেরা তাহফিজুল কুরআন বিভাগের অভিভাবক সমাবেশ গ্যারেজে বিদ্যুৎ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সুনামগঞ্জে এক যুবকের মৃত্যু

অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও অবিলম্বে কলেজ হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের কর্মসূচি অব্যাহত রেখেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। শনিবার ক্লাস বর্জনের চতুর্থ দিনে শান্তিগঞ্জ বাজারে মানববন্ধন ও জনসংযোগ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন ও জনসংযোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহ বারবার উপস্থাপন করার পরও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে হতাশাজনক প্রতিক্রিয়া পাচ্ছি। এর আগে আমরা একটি লিখিত বিবৃতির মাধ্যমে আমাদের দাবিগুলো কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করেছি। কিন্তু যথারীতি, আমাদের আবেদন ও প্রত্যাশার বিপরীতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা আমাদের চরম হতাশার মধ্যে ফেলেছে।

এ সময় বক্তারা সপ্তাহে ছয়দিন ওয়ার্ডের ব্যবস্থা নিশ্চিত করা, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল অবকাঠামোগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (CA) ও রেজিস্ট্রার নিয়োগ, সার্জারি, মেডিসিনসহ সকল ক্লিনিক্যাল বিষয়সমূহে যথাযথ ওয়ার্ড বাস্তবায়নের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ, ট্রান্সপোর্টেশন ব্যবস্থার ঘাটতি দ্রুত সমাধান, হাসপাতালের কার্যক্রম ডিসেম্বর ২০২৫ এর মধ্যে চালু করা ও হাসপাতালের কার্যক্রম এই সময়ে চালু করতে যে রোডম্যাপ অনুসরণ করা হবে তা স্বচ্ছভাবে উপস্থাপনের দাবি জানানো হয়।

দাবিসসমূহ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, মেডিকেল শিক্ষার মূল ভিত্তিই হলো হাতে—কলমে প্রশিক্ষণ। কিন্তু কলেজ প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত চালু হয়নি পূর্ণাঙ্গ হাসপাতাল, এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুয়েব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সদর উপজেলা সভাপতি মাওলানা রমজান হোসাইন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাহাব উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী মখদ্দুছ ময়া, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, আব্দুল লতিফ, জাকির হোসেন, মো. কিবরিয়া প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ ও ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার সুনামগঞ্জ সিলেট মহাসড়ক অবরোধ, বৃহস্পতিবার শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যসেবা সচিব বরাবরে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৩:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও অবিলম্বে কলেজ হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের কর্মসূচি অব্যাহত রেখেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। শনিবার ক্লাস বর্জনের চতুর্থ দিনে শান্তিগঞ্জ বাজারে মানববন্ধন ও জনসংযোগ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন ও জনসংযোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহ বারবার উপস্থাপন করার পরও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে হতাশাজনক প্রতিক্রিয়া পাচ্ছি। এর আগে আমরা একটি লিখিত বিবৃতির মাধ্যমে আমাদের দাবিগুলো কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করেছি। কিন্তু যথারীতি, আমাদের আবেদন ও প্রত্যাশার বিপরীতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা আমাদের চরম হতাশার মধ্যে ফেলেছে।

এ সময় বক্তারা সপ্তাহে ছয়দিন ওয়ার্ডের ব্যবস্থা নিশ্চিত করা, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল অবকাঠামোগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (CA) ও রেজিস্ট্রার নিয়োগ, সার্জারি, মেডিসিনসহ সকল ক্লিনিক্যাল বিষয়সমূহে যথাযথ ওয়ার্ড বাস্তবায়নের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ, ট্রান্সপোর্টেশন ব্যবস্থার ঘাটতি দ্রুত সমাধান, হাসপাতালের কার্যক্রম ডিসেম্বর ২০২৫ এর মধ্যে চালু করা ও হাসপাতালের কার্যক্রম এই সময়ে চালু করতে যে রোডম্যাপ অনুসরণ করা হবে তা স্বচ্ছভাবে উপস্থাপনের দাবি জানানো হয়।

দাবিসসমূহ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, মেডিকেল শিক্ষার মূল ভিত্তিই হলো হাতে—কলমে প্রশিক্ষণ। কিন্তু কলেজ প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত চালু হয়নি পূর্ণাঙ্গ হাসপাতাল, এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুয়েব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সদর উপজেলা সভাপতি মাওলানা রমজান হোসাইন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাহাব উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী মখদ্দুছ ময়া, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, আব্দুল লতিফ, জাকির হোসেন, মো. কিবরিয়া প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ ও ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার সুনামগঞ্জ সিলেট মহাসড়ক অবরোধ, বৃহস্পতিবার শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যসেবা সচিব বরাবরে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।