সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সুজনের মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন), সুনামগঞ্জ।
রবিবার বিকাল ৪টায় আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সুজনের সহসভাপতি শাহিনা চৌধুরী রুবি।
সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের জেলা সভাপতি একে এম আবু নাছার –
সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের জেলা সভাপতি ইয়াকুব বখত বাহলুল, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এড মহসিন রেজা মানিক, জেলা পরিষদের সাবেক সদস্য মনির উদ্দিন, হাওর বাঁচাও আন্দোলনের জেলা সেক্রেটারি মোঃ ওবায়দুল হক মিলন, এলডিপির জেলা সেক্রেটারি শেখ এমদাদ, সাংবাদিক দিলাল আহমদ, সুনামগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থী আশরাফ আলী, সদর উপজেলা সুজনের সহ সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এস এম মারুফ হোসেন।
উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম পলাশ, সাংবাদিক আমিনুল হক, হেলিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মাইদুল হক মামুন, প্রভাষক শাহিনুল ইসলাম, মানিক উল্লা, সাংবাদিক কর্ণবাবু, এমদাদুল হক মিলন
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে স্বাস্থ্য বিভাগের কর্তাব্যক্তিদের আহবান জানান। একই সাথে শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন যেখন টেকনিক অবলম্বন করে সরানো যেতো সেখানে লাঠি চালিয়ে রক্তাক্ত করা হয়নি বলেও মনে করেন তারা।