সুমেক শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান শিবিরের

- আপডেট সময় : ০৯:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখা।
জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন ও সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম আজ (২০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বেলন, “সুনামগঞ্জ মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইতোমধ্যে স্বল্প সুবিধা নিয়েও দেশের উত্তর-পূর্ব অঞ্চলে এর সুনাম ছড়িয়ে পড়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, এখনো নিয়মিত ওয়ার্ড ক্লাস চালু না হওয়া, পূর্ণাঙ্গ হাসপাতাল কার্যক্রম শুরু না হওয়া এবং পরিবহন সংকটের মতো মৌলিক সমস্যাগুলো এ প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশকে চরমভাবে ব্যাহত করছে। এর ফলে শিক্ষার্থীরা যেমন মানসম্মত প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাতেও যোগ্য ও দক্ষ চিকিৎসক প্রাপ্তি থেকে বঞ্চিত হবে।”
নেতৃবৃন্দ বলেন, “এই বাস্তব সংকটের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা গত ১৪ এপ্রিল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবি তুলে ধরছে। আমরা এই আন্দোলনের প্রতি সংহতি জানাই এবং দ্রুত সংকট নিরসনে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছি।”
শিক্ষার্থীদের দাবির সাথে সংগতি রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমরা নিম্নোক্ত দাবিসমূহ উপস্থাপন করছি:
১. সুনামগঞ্জ মেডিকেল কলেজে অবিলম্বে নিয়মিত ওয়ার্ড ক্লাস চালু করতে হবে, যাতে শিক্ষার্থীরা হাতে-কলমে চিকিৎসা শিক্ষায় অংশ নিতে পারে।
২. মানসম্মত চিকিৎসক তৈরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষক, উপকরণ ও পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩. শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করতে হবে, যাতে যাতায়াত সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত হয়।
৪. ৫০০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ হাসপাতালের কার্যক্রম অনতিবিলম্বে শুরু করতে হবে।
নেতৃবৃন্দ আজ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানান এবং এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে ব্যাপারে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
নেতৃত্ব বলেন, “মেডিকেল শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোকে উপেক্ষা করে সংকট দীর্ঘস্থায়ী করা যুক্তিযুক্ত নয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ, জাতীয় স্বার্থ এবং জনস্বাস্থ্যের দিক বিবেচনায় নিয়ে দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।”
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।