বিজিবি’র অভিযান, ৪০লক্ষ টাকার মালামাল জব্দ

- আপডেট সময় : ০৪:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী ও বিস্কুট জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
মঙ্গলবার ভোররাতে শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চল্লিশ লক্ষ বারো হাজার নয়শত বিশ টাকার এসব চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর—পশ্চিম পাশে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
এসময় মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় বেটনোবিটসি, হোয়াইটটোন, পন্ডসব্রাইটক্রিম ও অন্যান্য কসমেটিক্স আইটেমসহ মোট ৬১৩০ পিস কসমেটিক্স সামগ্রী এবং ৪ হাজার ১৭০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪০ লক্ষ ১২ হাজার ৯২০ টাকা।
অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম ও ৭ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।